স্বাস্থ্য ও সৌন্দর্য সচেতন মানুষ মাত্রই জানেন যে চুলের জন্য ঠিক কি পরিমান খরচ(hair care cost) করতে হয়। সঠিক সময়ে চুলের যত্ন না নিলে এই খরচ ও টেনশন ঠিক কোথায় গিয়ে ঠেকবে তা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আজ আমরা জানার চেষ্টা করবো চুলের জন্য গড়ে ঠিক কতটা খরচ হয়।
লুক ফ্যান্টাস্টিক নামক একটা ওয়েব সাইট হেয়ার কেয়ার কস্ট নিয়ে একটা জরিপ চালিয়ে ছিলো। সেই জরিপে দেখা যায় যে, এভারেজে USA এর মেয়েরা ৮০ ডলার খরচ করে তাদের নিজ চুলের জন্য।
অন্য একটি জড়িপে পাওয়া যায় একজন মেয়ে তার সারা জীবনে ৫৫০০০ ডলার খরচ করে। সে হিসাবে মাসে তারা ৭৬.৩৮ ডলার খরচ করেন।
প্রদেশ ভেদে এই খরচ ২০ ডলার থেকে ১৫০ ডলার পর্যন্ত হয়ে থাকে।
স্ট্যাটিস্টা.কম এর একটি জড়িপে পাওয়া যায়, প্রতি বছর USA তে প্রায় ১৩.৪৪ বিলিয়ন ডলার খরচ হয় শুধু মাত্র চুলের প্রসাধণীর জন্য।
২০২০ হেয়ার কেয়ার প্রডাক্ট এর ওয়ার্ল্ড মার্কেট ছিলো ৮০.৮১ বিলিয়ন ডলার আর ২০২১ এ ছিলো ৮৬.০৩ বিলিয়ন ডলার। আর ২০২৮ সালে এই খরচ গিয়ে দ্বাড়াবে ১৩৪.৩০ বিলিয়ন ডলার। ভাবা যায়!!! সামনের দিন গুলিতে আপনার সুন্দর ঘন কালো কেশের জন্য কতটা খরচ করতে হবে।
এবার আসি আমাদের নিজ দেশের খরচায়। মজার ব্যপার হল আমাদের দেশের প্রেক্ষাপটে তেমন কোন স্ট্রাক্চার্ড ডেটা পাওয়া যায় না

।



তবে একটা খবর প্রচুর পাওয়া যায়, সেটা আমাদের দেশে বেশির ভাগ ব্রান্ডেড প্রডাক্ট ই নকল তৈরি
। একটা বিষয় নিশ্চিত যে আমরা বাজার থেকে টাকা খরচ করে কি কিনছি সেটা কেউ ই বলতে পারিনা।


এই বিবেচনায়, আমাদের মেয়েদের তুলনায় USA এর মেয়েরা সৌভাগ্যবান বটে। মাঝে মাঝে শুধু খবরে শুনি ও দেখি, আমাদের প্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ডেড প্রডাক্ট গুলি বালতি তে তৈরি করা হচ্ছে।
লাভের লাভ টাকা দিচ্ছি কিন্তু কিছুই কিনছি না, সাথে নকল প্রডাক্ট ব্যবহারের ক্ষতি ডেকে নিয়ে আসছি।
তাহলে আর দেরি কেন? চুলের জন্য ঠিক কতটা পকেট কাটা যাচ্ছে কমেন্ট এ জানাতে ভুলবেন না কিন্তু।