আমাদের অনেকরই চুল অনেক রুক্ষ ও শুষ্ক থাকে। অনেক যত্ন করেও বা তেল দিয়েও চুল কে স্বাস্থ্যউজ্জল করা যায় না। তাদের জন্য একটি অব্যর্থ একটা উপায় আজ শেয়ার করছি।
এটি অবশ্যই খুব সহজ যা নিজেই আপনার সুবিধাজনক সময়ে করতে পারবেন।
উপাদান
টক দই, ডিমের সাদা অংশ, ভাল মানের পিওয় কোকোনাট ওয়েল ও শ্যাম্পু যে উপাদান গুলি আমদের সবার বাসাই থাকে।
ব্যবহার পদ্ধতি
প্রথমে টক দই এর সাথে ডিমের সাদা অংশ ভাল করে মিশিয়ে নিতে হবে। এর পর মেশানো অংশ চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালো ভাবে দিতে হবে যেন একটি চুলও বাদ না পড়ে। এর পর ৩০-৪৫ মিনিট অপেক্ষা করতে হবে।
উপরোক্ত সময় অপেক্ষার করার পর শ্যাম্পু করে ফেলতে হবে। তবে এই শ্যাম্পুতে নারকেল তেল মিশিয়ে নিতে হবে। আপনার চুলে যতটুকু শ্যাম্পু দরকার হয় তার সাথে তিন থেকে চার টেবিল চামচ তেল নিতে পারেন। এর পর শ্যাম্পুর সাথে পানিতে ভাল করে মিশিয়ে নিন।
এবার এই তেল মিশ্রত শ্যাম্পু দিয়ে স্ক্যাল্প থেকে চুলের আগা পর্যন্ত অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত ভাল ভাবে শ্যাম্পু করে নিন।
তবে অবশ্যই চুল পেছন থেকে উল্টিয়ে সামনে নিয়ে আসবে না এতে চুল ঝড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়। এবার আলতো করে চুল মুছে নিয়েই ব্যবহার এর আগের আর পরের পার্থক্য দেখুন।
উপকারিতা
খুব সহজ এই পদ্ধতি অনুসরণ করলে আপনার ডেমেজ হেয়ার রিপেয়ার করতে পারেন। চুলে সিল্কি ভাব চলে আসবে। চুল ঝরঝড়ে হবে ও খুসকি নিয়ন্ত্রণে থাকবে ইনশাআল্লাহ।