প্রয়োজনের তাগিদে আমি যখনই অনলাইন থেকে কোন পণ্য বা সেবা নিতে গিয়েছি তখনই ঠকেছি। কখনও ওর্ডার করে টাকা হারিয়েছি, কখনও জরুরি জিনিসটা দাম দিয়েও সঠিক সময়ে পাই নি বা এমনও হয়েছে যে অনলাইন বিক্রাতাই টাকা নিয়ে নিরুদ্দেশ হয়ে গেছে।

আমার এই ভোগান্তিতে যেন কাউকে পড়তে না হয় সেই প্রচেস্টা থেকেই থেকেই ব্লগ ও ই কমার্স সাইটির যাত্রা শুরু।

আমাদের প্রধান বৈশিষ্ট্য আমরা সব সময়ই সেই পন্য টাই অফার করি যা আমরা নিজের পরিবারের জন্য ব্যবহার করি।

অন্যদের মত আমরা প্রডাক্ট সেল করেই দায়িত্ব শেষ করি না বরং আমাদের ব্লগ পেজে নানা ধরনের প্রয়োজনীয় তথ্য দিয়ে সবসময় ই আপনাদের পাশে থাকার চেষ্টা করি।

আমরা চেষ্টা করি সবসময়ই ন্যায্যমূল্যে সর্বোচ্চ মানের পন্য সরবরাহ করতে। যার চেষ্টা হিসাবে আমরা সবচেয়ে কম ডেলিভারি চার্জ নিয়ে থাকি।

এছাড়াও আমাদের রয়েছে একটি কন্টাক্ট পেজ যার মাধ্যমে আপনারা যে কোন ইনফর্মেশন জানতে যোগাযোগ করতে পারেন। তবে এই ক্ষেত্রে রিপ্লাই পেতে একটু সময় দিয়ে আমাদের সহয়তা করবেন আশা করি।

আমাদের কে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।