You are currently viewing চুল পড়া প্রতিরোধে জান্নাত এন্টি হেয়ার ফল অয়েলের Anti hair fall oil গুরুত্ব

চুল পড়া প্রতিরোধে জান্নাত এন্টি হেয়ার ফল অয়েলের Anti hair fall oil গুরুত্ব

বর্তমান যুগে শুধু মেয়েরা নয়, ছেলেরাও অতিরিক্ত চুল ঝরে পড়ার সমস্যায় ভোগেন। বেশিরভাগ মানুষই সঠিকভাবে চুলের যত্ন নিতে বোঝেন না এবং বিভিন্ন ধরনের টোটকা চিকিৎসার সাহায্য নেন। ফলসরূপ চুল পড়ার হার উপর্যুপরি বৃদ্ধি পায়। তাই অতিরিক্ত চুল পড়ার দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে আপনার জন্য এসেছে কার্যকরী জান্নাত এন্টি হেয়ার ফল অয়েল। চলুন জেনে নেওয়া যাক চুল পড়ার প্রতিকার হিসাবে হারবাল তেল (জান্নাত এন্টি হেয়ার ফল অয়েল-Anti hair fall oil ) এর গুরুত্ব।

চুল পড়ার প্রতিকার হিসাবে হারবাল তেল (জান্নাত Anti hair fall oil) এর গুরুত্ব কতটুকু??

সপ্তাহে অন্তত একবার জান্নাত এন্টি হেয়ার ফল অয়েলের মালিশ আপনার চুলের জন্য অত্যন্ত দরকারি। কারণ এই তেলে রয়েছে ত্রিশটির অধিক প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণ, যা আপনার চুলে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে। এছাড়াও এই তেল মালিশের মাধ্যমে আপনার মাথার ত্বকের মৃতকোষ পরিষ্কার করে, সূক্ষ্ম ও পুষ্ট চুল জন্মাতে সাহায্য করবে। এই তেলে উপস্থিত মেথি, আমলকি, রক্ত জবার মতো গুরুত্বপূর্ণ ত্রিশটিরও অধিক উপাদান আপনার চুল পড়া কমাতে সাহায্য করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে।

চুল ঝরেপড়া রোধ করা ছাড়াও জান্নাত এন্টি হেয়ার ফল অয়েল চুলের একাধিক উপকার সাধন করে থাকে। চলুন এর উপকারিতা গুলো জেনে নেওয়া যাক।

হারবাল তেলের (জান্নাত এন্টি হেয়ার ফল অয়েল) উপকারিতা বহু প্রজন্ম ধ’রে আর্য়ুবেদ চিকিৎসা মানুষের মনে জায়গা করে নিয়েছে। বেশিরভাগ মানুষ মনে করেন হারবাল পন্য একশ শতাংশ কার্যকরী, আর তারা কেনই বা মনে করবেন না! হারবাল তেল-ই একমাত্র উপাদান, যা কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই চুলের যত্ন নেয়। এটি আপনার চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত পুষ্টি জোগায় এবং চুলকে ঝলমলে এবং ঘন করে তোলে! এছাড়াও চুলের যত্নে এটি আরো কিছু গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যেগুলো নিচে উল্লেখ করা হলো।

কোঁকড়া চুল নরম এবং সতেজ রাখতে সাহায্য করে

কোঁকড়া চুল সাধারণ চুলের তুলনায় অনেক দ্রুত রুক্ষ হয়ে যায়। আর এটি রুক্ষ হলে, অনেক বেশি কোঁকড়া হয়ে যায়। ফলে এই চুল পরিপাটি করে রাখা কঠিন হয়। নিয়মিতভাবে জান্নাত এন্টি হেয়ারফল তেল আপনার চুলে ব্যবহার করলে কোঁকড়া চুলের রুক্ষতা কমতে থাকবে। ফলে চুল পরিপাটি করা সহজ হবে এবং এটি আপনাকে নরম, উজ্জ্বল কোঁকড়া চুল উপহার দেবে।

চুলকে হাইড্রেট করবে

চুল দূষণের সংস্পর্শে আসার কারণে ডিহাইড্রেট হয়ে যায়, ফলে চুল হয়ে ওঠে রুক্ষ। এই রুক্ষ চুল ব্যাপকভাবে চুল ঝরে পড়ার অন্যতম কারণ । এটি রোধ করার সবচেয়ে শক্তিশালী উপায়গুলির মধ্যে একটি হল রাতে চুলে জান্নাত এন্টি হেয়ারফল তেলের ব্যবহার এবং পরের দিন গোসলের সময় চুল ধুয়ে নেওয়া। কারণ এতে রয়েছে নারকেল তেল, যয়তুন তেলের মতো একাধিক তেলের সংমিশ্রণ, যা চুলের জন্য উপযোগী হিসেবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।

জান্নাত এন্টি হেয়ারফল তেল মাথার ত্বকের জন্য ভালো ময়েশ্চারাইজার

আপনার চুলের জন্য জান্নাত এন্টি হেয়ারফল তেল মাথার ত্বকের জন্য ভালো ময়েশ্চারাইজার। আপনার মাথার ত্বকের শুষ্ক অবস্থা আপনার অধিক চুল ঝরে পড়ার জন্য অন্যতম কারণ। ত্বক এই তেল সহজে শোষণ করে, তাই জান্নাত এন্টি হেয়ারফল তেল চুলের রুক্ষতা দূর করতে সাধারণ তেলের চেয়ে ভালো কাজ করে।

এন্টি ব্যাকটেরিয়াল প্রপারটিজ

এই তেলে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করা হয়, তাই মাথার ত্বকে ব্যাকটেরিয়া সৃষ্ট জ্বালাপোড়া এবং মাথার ত্বকের ক্ষতি সাধন রোধ করতে বাধা প্রদান করে।

চুলে পুষ্টি সরবরাহ করে

চুলের ব্যবহৃত তেলের প্রধান উপকারিতার বিশেষ কারণ হলো এতে চুলে পুষ্টির যোগান দিতে প্রয়োজনীয় খনিজ এবং ভিটামিন উপস্থিতি থাকে। জান্নাত হেয়ারফল তেলে ভিটামিন বি, কে, ই, ভিটামিন বি 12, বি 6, বি 3 এবং ভিটামিন কে পাশাপাশি ভিটামিন ই রয়েছে। এগুলি চুলের পুষ্টির জন্য প্রয়োজনীয়, কারণ এই উপাদানগুলির অভাবে চুলের ক্ষতি হয় এবং চুল ঝরে পড়তে পারে। এছাড়াও এতে উপস্থিত রয়েছে প্রাকৃতিক লরিক অ্যাসিড ,যা বিশেষত আপনার চুলের গোড়ায় পৌছে করতে চুলকে ভিতর থেকে মজবুত করে এবং চুল পড়া প্রতিরোধ করে।

চুলের বৃদ্ধিতে সাহায্য করে

জান্নাত এন্টি হেয়ারফল তেল চুলের ফলিকলগুলিকে পুষ্টি যোগায়, এছাড়াও চুলের উপস্থিত কেরাটিনের পরিমাণ বৃদ্ধিতে সহায়তা করে। ফলে চুল দ্রুত বৃদ্ধি পায় এবং চুল পড়া অনেকাংশেই রোধ হয়।

উকুন হওয়ার ঝুকি কমায়

জান্নাত এন্টি হেয়ারফল তেল একাধিক তেলের সংমিশ্রণে তৈরি এবং এতে একাধিক উপকারী উপাদান আছে। যা আপনার মাথার ত্বকের জন্য সহায়ক হবে। বেশিরভাগ চর্মরোগ বিশেষজ্ঞরা ময়শ্চারাইজিং এবং অ্যান্টি-এজিং বৈশিষ্ট্যগুলির জন্য একাধিক তেলের মিশ্রন কার্যকরী মনে করেন। এছাড়াও উকুন শুষ্ক, রুক্ষ মাথার ত্বকে আকৃষ্ট হয়। এরা আপনার মাথার ত্বকে উপস্থিত মৃত কোষের কারণে সৃষ্ট ব্যাকটেরিয়ার প্রতিও আকৃষ্ট হয়। জান্নাত এন্টি হেয়ারফল তেল শুষ্কতা প্রতিরোধ করে। ত্বকের মরা চামড়া দূর করে এবং ত্বককে এক্সফোলিয়েট করে। এই তেলেরও অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে এবং এই তেলে উপস্থিত কালোজিরা, তুলসি পাতার নির্যাস চুলের উকুন প্রতিরোধে সহায়তা করে।

খুশকি প্রতিরোধ করে

উকুনের মতো, খুশকি একটি শুষ্ক এবং ঘামে ভেজা মাথার ত্বকে সৃষ্টি হয়। এটি হতে রক্ষা পাওয়া কঠিন, কারণ ধুলো এবং দূষণ শুষ্কতার অন্যতম কারণ। আর বিভিন্ন কারণে বাইরের দূষণ একবারে প্রতিরোধ করা অসম্ভব। তবে সপ্তাহে দুইদিন জান্নাত এন্টি হেয়ারফল তেল মালিশ করলে দূষণের ফলে ত্বকে বার বার ফিরে আসে এমন মৃত কোষ তৈরি হওয়া রোধ করা যায়।

চুলের গোড়া মজবুত করে

আপনার মাথার ত্বকে নিয়মিত তেল প্রয়োগ করলে, এটি আপনার মাথার ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করবে। এবং আপনার চুলর গোড়া থেকে ক্ষতিকারক টক্সিক পদার্থ দূর করবে। এছাড়াও মাথায় উপস্থিত উপকারী ব্যাকটেরিয়াকে চুলের ফলিকলগুলিকে পরিষ্কার করতে এবং আপনার চুলের গোড়া মজবুত করতে সাহায্য করবে। উপরন্তু, চুলে এই তেল লাগালে আপনার চুল এবং মাথার ত্বকের খনিজ এবং ভিটামিনের অভাব পুনরায় পূরণ হবে। যা চুলের গোড়াকেও শক্তিশালী করে এবং চুল পড়া প্রতিরোধ করে।

ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করে

জান্নাত এন্টি হেয়ারফল তেলের অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। এই তেল যখন মাথার ত্বকে ব্যবহার করবেন, তখন এতে উপস্থিত জটামাংসী,কারি পাতা, হরিতকি,বহেরা,একাংগী, রক্তজবা, আমলকী, মেহেদী পাতা, শিকাকাই,রিঠা, মেথি, কালজিরা, তুলসি পাতা, কালকেশর, ইত্যাদি সহ ত্রিশটিরও অধিক উপাদান ক্ষতিকারক ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধে সাহায্য করবে। তবে ব্যাকটেরিয়া সংক্রমণের আরেকটি কারণ হল মৃত ত্বক এবং অপরিষ্কার চুল। পরজীবী হিসেবে আশ্রয় নেওয়া এই ব্যাকটেরিয়া দূর করতে জান্নাত এন্টি হেয়ারফল তেলে উপস্থিত উপাদানগুলো কার্যকরী।

ফাঙ্গাল সংক্রমণ প্রতিরোধ করে

অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের মতো, এই তেলের অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলি ছত্রাকের বৃদ্ধিকে প্রতিহত করে এবং ছত্রাকের সংক্রমণকে দূর করতে সাহায্য করে। বেশিরভাগ সময় অতিরিক্ত আর্দ্রতার কারণে ছত্রাকের সংক্রমণ বেড়ে যায়, নিয়মিত তেলের মালিশ এবং শ্যাম্পু করা আপনার মাথার ত্বক এবং চুলে আর্দ্রতার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।

জান্নাত এন্টি হেয়ারফল তেল রাসায়নিক বিহীন

জান্নাত এন্টি হেয়ারফল তেলে জটামাংসী,কারি পাতা, হরিতকি,বহেরা,একাংগী, রক্তজবা, আমলকী, মেহেদী পাতা, শিকাকাই,রিঠা, মেথি, কালজিরা, তুলসি পাতা, কালকেশর, ইত্যাদি সহ ত্রিশটিরও অধিক উপাদান আছে। গুণগতমানে কোন প্রকার ছাড় না দিয়ে, এটি আপনার চুলে ব্যবহারের জন্য একবারে নিরাপদ হিসেবে তৈরি। এতে কোন প্রকার রাসায়নিকের ব্যবহার করা হয়নি। এই জান্নাত এন্টি হেয়ারফল তেল সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান হতে তৈরি। এছাড়াও কয়েকটি বিশুদ্ধতম খাঁটি তেলের সমন্বয়ে প্রস্তুতকৃত।

জান্নাত এন্টি হেয়ারফল তেল কিভাবে ব্যবহার করতে হবে?

রাতে শোয়ার পূর্বে এই তেল নিয়মিত ব্যবহার করতে হবে। এমন ভাবে তেলটি মালিশ করতে হবে যেন প্রতিটি চুলের গোড়ায় তেল পৌছায়। চুল পড়া কমে গেলে ২-১ দিন পরপর ব্যবহার করতে পারেন। তবে সপ্তাহে অন্তত ২দিন তেল মালিশের পর শ্যাম্পু করার চেষ্টা করবেন, যা আপনাকে দীর্ঘ মেয়াদি চুল পড়ার সমস্যা হতে মুক্তি দেবে।

সর্বোপরি আপনার সচেতনতা এবং চুলের প্রতি যত্নশীল ব্যবহার আপনার চুল পড়া প্রতিকারের মহৌষধ। সুস্থ থাকুন এবং জান্নাত এন্টি হেয়ারফল তেল সম্পর্কিত যেকোন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply